logo

ইন্সটিটিউটের মৌলিক নীতিমালা

সাধারণ নীতিমালা

  • ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি'তে ভর্তি হওয়ার পর কোর্স শেষ হওয়া পর্যন্ত নিয়মিত ক্লাস করতে হবে। কোন শিক্ষার্থী আনুমতি ব্যতিত পরপর ৯ টি ক্লাসে অংশ না নিলে তার স্টুডেন্টশীপ বাতিল বলে গণ্য হবে।
  • ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি এর শিক্ষার্থী হওয়ার পর আপনার যত সমস্যা, জিজ্ঞাসা, সাহায্য সব আমাদের সাপোর্টে (সরাসরি জুম লাইভে সাপোর্ট, হেল্পলাইন নাম্বার, ফেইসবুক পেইজ মেসেঞ্জার, হোয়াট্সঅ্যাপ) জিজ্ঞাসা করবেন। প্রতিষ্ঠানের সিইও ব্যতিত অন্য কোন শিক্ষককের / পরিচালকদের পাসোর্নাল আইডি বা ফোনে কল বা টেক্সট করবেন না।
  • ক্লাস সর্ম্পকিত বিষয়গুলো ওয়েবসাইটের নোটিশবোর্ড ও মেসেঞ্জার/হোয়াট্সঅ্যাপ গ্রুপে আপডেট দেয়া হবে।
  • ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি এর বাইরে কোর্স বা ব্যাচ নিয়ে কোথাও ব্যাচের গ্রুপ খোলা যাবে না এবং কোন শিক্ষার্থীর খোলা কোন গ্রুপে ব্যাচের অন্য শিক্ষার্থীদের জয়েন নিষিদ্ধ। এমন কোন প্রমাণ পেলে উক্ত শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হতে পারে।
  • ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি'র কোন ডাটা, ভিডিও কিংবা মিটিং আইডি ফেসবুক গ্রুপ কিংবা অন্য কোথাও শেয়ার করা যাবে না।
  • নিয়মিত হোমওয়ার্ক/এসাইনমেন্ট করতে হবে এবং সাপোর্টে দেখাতে হবে।
  • ইন্সটিটিউটের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনলাইন বা অনলাইনে কোন প্রকার মিথ্যা প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। এমন কোন প্রমাণ পেলে উক্ত শিক্ষার্থীদের বহিস্কার করা হতে পারে।

গ্রুপ সংক্রান্ত নীতিমালা

  • ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি শিক্ষার্থীরা গ্রুপে যোগ দিতে অবশ্যই অ্যাডমিশন কনফার্মেশন ইমেইলে দেওয়া নিয়ম অনুযায়ী গ্রুপে যুক্ত হতে পারবেন।
  • কোর্সের স্টুডেন্টদের মেসেঞ্জার/হোয়াট্সঅ্যাপ গ্রুপ এর ভেতর কোর্স সর্ম্পকিত কোন পোস্ট/মেসেজ ছাড়া অন্য কোন পোস্ট/মেসেজ কঠোরভাবে নিষিদ্ধ।
  • কোন প্রকার ভাইরাস ফাইল অথবা অন্য শিক্ষার্থীর জন্য ক্ষতিকর এ জাতীয় পোস্ট করলে তাকে সাময়িক বহিস্কার, জরিমানা কিংবা ছাত্রত্ব বাতিল করা হবে।
  • ব্যাচের ক্লাসের জয়েন মিটিং আইডি/লিঙ্ক অথবা ক্লাস ভিডিও লিঙ্ক ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি’র কোর্সের ফেসবুক গ্রুপসহ অন্য কোথাও শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। এ রকম প্রমাণ পেলে উক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল কিংবা আর্থিক জরিমানা হতে পারে।
  • গ্রুপে ইন্সটিটিউটের পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হলে, সেটা সবাই না দেখা পর্যন্ত কেউ কোনো ধরনের মেসেজ দিতে পারবেন না। কারো মেসেজ কারণে যদি নোটিশ উপরে চলে যায় তাহলে তাকে ৭দিনের জন্য গ্রুপ থেকে রিমুভ করা হবে।

অনলাইন কোর্স নীতিমালা

  • ক্লাস শুরুর অন্তত ১০ মিনিট আগে ক্লাস লিঙ্কে যুক্ত হতে হবে এবং হাজিরা শিটে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
  • ক্লাসে হোমওয়ার্ক না করে আসলে অথবা কোনো কুইজের উত্তর দিতে না পারলে চলমান ক্লাস হতে রিমুভ করা হবে এবং পরবর্তী ক্লাসে সকল প্রস্তুতি সম্পন্ন করে ক্লাসে যুক্ত হতে হবে।
  • কোনো শিক্ষার্থীর ছুটির প্রয়োজন হলে ক্লাস শুরুর ২ ঘণ্টা পূর্বে ছুটি নিতে হবে।
  • মাসিক পর্যালোচনা ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামুলক। ইন্সটিটিউটের যেকোনো বিষয়ে মন্তব্য, পরামর্শ থাকলে পর্যালোচনা ক্লাসে তা সাবলীলভাবে উপস্থাপন করতে হবে।
  • প্রতি মাসের প্রতি মাসের ১০ তারিখ ক্লাস লিংক পরিবর্তন হবে। যাদের পেমেন্ট বাকি থাকবে অবশ্যই প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। কোর্স ফি পেমেন্ট করতে ব্যর্থ হলে তার কোর্স থেকে সাময়িক বহিস্কার করে দেওয়া হবে।
  • ক্লাসের সময় শিক্ষার্থীরা মাইক্রোফোন মিউট করে রাখবেন, শুধুমাত্র যখন কোন প্রশ্ন করবেন তখন আনমিউট করে প্রশ্ন করবেন।

অফলাইন কোর্স নীতিমালা

  • সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সাথে নিয়ে ক্লাস রুমে প্রবেশ করতে হবে এবং ক্লাস শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে ক্লাসে উপস্থিত হতে হবে।
  • কারো ছুটির প্রয়োজন হলে ক্লাস শুরুর ২ ঘণ্টা পূর্বে ছুটি নিতে হবে।
  • ক্লাসরুমে কোনো প্রকার রাজনৈতিক আলোচনা সর্ম্পূণভাবে নিষিদ্ধ।
  • শিক্ষার্থীরা প্রয়োজনে ক্লাসরুমের কম্পিউটারে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি’র সাইট অথবা কোর্স রিলেটেড ওয়েব সাইট ব্রাউজ করতে পারবেন। এর বাহিরে অন্যকোন ওয়েবসাইট ব্রাউজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  • ক্লাসরুমের কম্পিউটারে নিজের কোন একাউন্ট লগইন করলে ক্লাস শেষে অবশ্যই নিজ দায়িত্বে লগআউট করতে হবে। কোন একাউন্ট হ্যাক হলে অথবা ব্যক্তিগত তথ্য চুরি হলে তার জন্য ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি দায়ী থাকবে না।
  • শিক্ষার্থীদের দ্বারা ক্লাসরুমে কম্পিউটার, আসবাবপত্র এবং অন্যান্য যন্ত্রপাতির কোন ক্ষতিসাধন হলে জরিমানা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
  • কাগজ, ময়লা, আবর্জনার নিদিষ্ট স্থানে ফেলতে হবে। ক্লাসরুমে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
  • প্রত্যেক শিক্ষার্থীর জন্য মাসিক পর্যালোচনা ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামুলক। ইন্সটিটিউটের যেকোনো বিষয়ে মন্তব্য, পরামর্শ থাকলে পর্যালোচনা ক্লাসে তা সাবলীলভাবে উপস্থাপন করতে হবে।

শালীনতা

  • কোর্সের একটিভিটি এর ভেতর ধর্ম, বর্ণ এবং লিঙ্গ বৈষম্য করা যাবে না। কোন শিক্ষার্থী (বিশেষত মেয়ে শিক্ষার্থী) বিরক্ত হয় কিংবা বিরাগভাজন হতে পারে, এ রকম কমেন্ট করা যাবে না।
  • ক্লাসে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ত্ব সম্পন্ন শিক্ষার্থী থাকেন, তাই সর্বদা সম্মানের সহিত অন্য শিক্ষার্থীদের সাথে আচরণ করুন।
  • অনুমতি ছাড়া অন্যের প্রাকটিস ফাইল পোস্ট কিংবা অন্য কোন ফাইল ডাউনলোড করবেন না।

শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্কিত নীতিমালা

  • শিক্ষকবৃন্দ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্লাসে অথবা ক্লাসের বাইরে শিক্ষার্থীদের সাথে মিটিং/গ্রুপ করে কৌশলে নিজ বা অন্য যেকোনো কোম্পানির প্রচারণার স্বার্থে কিংবা পার্সোনাল ব্র্যান্ডিং এর উদ্দেশ্যে আলোচনা বা উৎসাহিত করতে পারবেন না।
  • শিক্ষক কোন কোর্সের সাকসেস পোস্টে নিজেকে ট্যাগ অথবা মেনশন করার জন্য শিক্ষার্থীদের বাধ্য করতে পারবে না।
  • শিক্ষক এবং শিক্ষার্থী পরস্পর বন্ধুত্বপুর্ণ সর্ম্পক বজায় রাখবেন, প্রত্যেক শিক্ষার্থী হোমওয়ার্ক, এসাইনমেন্ট বা প্র্যাকটিস ফাইল বাধ্যতামূলভাবে জমা দিবেন অন্যথায় জবাবদিহি করতে হবে।
  • শিক্ষার্থীরা অনেকেই একদম নতুন, সেক্ষেত্রে যেকোন প্রাসংগিক প্রশ্ন করতে পারেন। শিক্ষক অবশ্যই বিরক্ত না হয়ে কিংবা রাগান্বিত না হয়ে সুন্দর ও সাবলীল ভাষায় উত্তর দিতে হবে কিংবা বুঝিয়ে দিতে হবে।
  • কোন শিক্ষার্থী ইন্সটিটিউটের নীতিমালা ভঙ্গ করলে কিংবা শিক্ষকের সাথে অসাধুচারণ করলে, শিক্ষক ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি সার্পোটে কমপ্লেইন করবে। খুব বেশি সমস্যা করলে শিক্ষকবৃন্দ উক্ত ক্লাস থেকে উনাকে সাময়িক বহিস্কার করতে পারবে।
  • শিক্ষকদের সিদ্ধান্তই সবসময় চুড়ান্ত হবে। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্বে অবাধে প্রশ্ন করতে পারবেন, সৃজনশীল বা শিক্ষনীয় নয় এমন প্রশ্ন এবং অন্য শিক্ষার্থী বিরক্ত হয় এমন প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে।
  • শিক্ষকবৃন্দ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি’তে কিংবা ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি’র বাইরে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ। উক্ত তথ্য নিজের প্রচারণায় ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিকট যে কোন মাধ্যমে বকশিশ, পেমেন্ট/ চার্জ দাবি করতে পারবেন না। শিক্ষার্থীদের কাউকে গিফ্ট দিতে প্রলুদ্ধ করতে পারবেন না।

অন্যান্য

  • কেউ নিজের অনলাইন/ রেকর্ডেড কোর্স অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না ।
  • ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি ক্লাস সুষ্ঠভাবে পরিচালনা ও শিক্ষার্থীদের কল্যাণে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে ক্লাস শুরুর, তারিখ ও সময় পরিবর্তন, শিক্ষার্থীদের ব্যাচ পরিবর্তন অথবা শিক্ষক পরিবর্তন করতে পারে।

ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি শিক্ষার মান নিশ্চিত, স্টুডেন্টদের সঠিকভাবে পরিচালনার স্বার্থে ও পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে যেকোন সময় এই নীতিমালা সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে। ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি’র সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগন উক্ত নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবেন। ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি’র কোর্সে ভর্তি হওয়া মানে আমরা ধরে নিচ্ছি আপনি স্বেচ্ছায়-সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে এবং সুস্থ শরীরে উক্ত নীতিমালা পড়ে, বুঝে আমাদের কোর্সে ভর্তি হতে সিদ্ধান্ত নিয়েছেন।

logo

Digital Marketing Institute BD is a data-driven Digital Marketing training, consulting and skills sharing platform for Corporate, Professionals, Entrepreneurs and students in Bangladesh.

Feature Links

Support

Contact Us

১১/৮/ই ফেয়ার দিয়া কমপ্লেক্স (লেভেল-৮),
ফ্রী স্কুল স্ট্রিট (বক্স কালভার্ট রোড-পান্থপথ)
কাঁঠালবাগান, ঢাকা-১২০৫

+8801937-346986
dminstitutebd@gamil.com
www.dminstitutebd.com

© Digital Marketing Institute BD - 2023, ALL RIGHTS RESERVED.

DEVELOPED BY IMERNTECH